উপাসনালয়ের সামনে জল থৈ থৈ : সমস‍্যায় মানুষজন

8th August 2021 5:39 pm বাঁকুড়া
উপাসনালয়ের সামনে জল থৈ থৈ : সমস‍্যায় মানুষজন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বৃষ্টি হলেই জমে থাকছে জল, অসুবিধার সম্মুখীন হচ্ছেন পুণ্যার্থীরা। ঘটনাটি সারেঙ্গা খৃষ্টীয় কেন্দ্রীয় উপাসনালয়ের। সমসাময়িক নিম্নচাপের ঘটনায় বাঁকুড়া জেলার সারেঙ্গাতে সংখ্যা লঘু খৃষ্টীয় সম্প্রদায়ের  কেন্দ্রীয় উপাসনালয়ে জমে আছে হাঁটু সমান জল। উক্ত সম্প্রদায়ের সদস্যরা পাম্প লাগিয়ে জল নিকাশীর ব্যবস্থা করলেও আবারও জমে থাকছে জল। সারেঙ্গা পাষ্টরেট কমিটির সদস্যদের দাবী বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা, কিন্তু কোন সুরাহা হয়নি। জল পারাপারের জন্য ছিল একটি কার্লভাট, কিন্তু রাস্তা সংস্কারের সময় তা বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রার্থনাগৃহে পৌঁছাতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন পুণ্যার্থীরা। এ বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সারেঙ্গা পাস্টরেট কমিটির সদস্য শান্তি সরেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।